Web Analytics

কমিউনিস্ট পার্টি-মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশভা রাওসহ ২৭ জন নকশালকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তিন দশকের মধ্যে এই প্রথম সিপিআইএমের একজন সাধারণ সম্পাদককে নিরাপত্তা বাহিনী হত্যা করতে পেরেছে। তিনি অভিযানে জড়িত নিরাপত্তাকর্মীদের প্রশংসা করেন। মাওবাদী নেতা বাসভরাজ তেলেঙ্গানা রাজ্যের মানুষ। তিনি ২০১৮ সালে মুপ্পালা লক্ষ্মণ রাওয়ের কাছ থেকে ভারতের বৃহত্তম সশস্ত্র এই বামপন্থী সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

22 May 25 1NOJOR.COM

ভারতে ২৭ মাওবাদীকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী, অমিত শাহের প্রশংসা

নিউজ সোর্স

ভারতে ২৭ মাওবাদীকে হত্যা, অমিত শাহের প্রশংসা

ভারতে নিষিদ্ধ ও সশস্ত্র বামপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টি-মাওবাদীর (সিপিআই-এম) সাধারণ সম্পাদক নাম্বালা কেশভা রাও ওরফে বাসভরাজসহ ২৭ জন নকশালকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং এ সংবাদ নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।