Web Analytics

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান লিখেছেন, এনসিপি নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয়। আবার তাদের আরেকটি সঞ্চয় হলো 'আওয়ামী-ঘৃণা'। তিনি বলেন, জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ‘ভোটের রাজনীতি’ করতে গিয়ে এই দেশে কিছু দিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক-গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে, যে সেই দলের গুরু-পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। আরো বলেন, এই যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করল, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করল, আর নাদিরা ইয়াসমিনের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বলল না, এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম।

29 May 25 1NOJOR.COM

এনসিপি আজহারের বেকসুর খালাসকে উদযাপন করল, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করল, নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম: সায়ান

নিউজ সোর্স

রাজাকারের খালাস উদযাপন করায় এনসিপিকে বর্জনের ঘোষণা সায়ানের

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।