Web Analytics

অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিমদ্দিনের ছেলে। ইউপি সদস্য দুলাল বলেন, ‘কৃষক বাটুল মাঝে মাঝে জুয়া খেলতেন। কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় লাখ টাকা হেরে বাসায় ফিরলে বউয়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বউ তার বাপের বাড়িতে চলে যায়। জুয়ায় টাকা হেরে ও বউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাগ এবং ক্ষোভে রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন তিনি।’

19 May 25 1NOJOR.COM

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা

নিউজ সোর্স

অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন তিনি।