Web Analytics

সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে দ্য গার্ডিয়ানস ক্যাপ প্রকল্প পরিদর্শন ও নতুন লেক উদ্বোধন করেছেন পর্তুগালের সাবেক রাজপরিবারের সদস্যরা। সিইও নূর হায়াত ও চিফ প্যাট্রন বি.জে আবু সাঈদ মোহাম্মদ বাকির অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে ফাউন্ডেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্যার শেখ আলিউর রহমান ও স্যার আসিফ নিয়াজ বজলুল। উপস্থিত ছিলেন লর্ড এডুয়ার্ড শিউ, ইমরান ইমাম, সি.ডি. হেনরি, আনজুমেন আরা মারিয়া, স্যার আনিসুল হক, ডা. মিথিলা রহমান ও মানবাধিকার কর্মী রাশেদা পিন্টু। ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী চলমান কার্যক্রম তুলে ধরেন। নূর হায়াত জানান, প্রকল্পে ব্রিটিশ কারিকুলামে ক্লাস থ্রি থেকে হাইস্কুল পর্যন্ত শিক্ষা দেওয়া হবে। ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

14 Nov 25 1NOJOR.COM

পর্তুগালের সাবেক রাজপরিবার সিলেটের গার্ডিয়ানস ক্যাপ প্রকল্প পরিদর্শন ও লেক উদ্বোধন করেন

নিউজ সোর্স

দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শনে পর্তুগীজের সাবেক রাজপরিবার | আমার দেশ

সিলেট ব্যুরো সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে ‘দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শন ও নতুন লেক উদ্বোধন করেছেন পর্তুগিজের সাবেক রাজপরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে রাজপরিবারের সদস্যরা প্রকল্প এলাকায় পৌঁছালে সিইও নূর হায়াত ও চিফ প্যাট্টন বি.জে আব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।