Web Analytics

যার যতটুকু সামর্থ্য, সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে— এ কথা বলে আক্ষেপ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, সুযোগ পেলে যে রিকশাচালক ভাড়া বাড়িয়ে দেয়, যে আমলা ক্ষমতার দালালি করে, যে সিভিল সোসাইটি স্বার্থের কাছে অন্ধ হয়ে যায়, যে মিডিয়া ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করে, তাদের কারও মধ্যে খুব একটা পার্থক্য নেই। তিনি বলেন, এক বছর অতিক্রম শেষে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। এক্ষেত্রে কারও দায় হয়তো কম, কারও হয়তো বেশি। কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই। আরো বলেন, ব্যক্তি হাসিনা পালিয়েছে। কিন্তু তার গঠিত চরিত্র এতো অল্প সময়ে যাবে না। আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে এই নষ্ট সিস্টেম, চিন্তা আর ব্যক্তিদের সাথে। সারজিস বলেন, আমরা যদি আমাদের লড়াইটা চালিয়ে যেতে পারি, তাহলে কিছুটা বিলম্ব হলেও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন সম্ভব। ৫ আগস্ট আমাদের সবার কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমানত স্বরূপ। আমৃত্যু সেই পরম আমানতের খেয়ানত না করার প্রতিজ্ঞাই আমাদেরকে কাঙ্ক্ষিত বাংলাদেশ এনে দিতে পারে।

05 Aug 25 1NOJOR.COM

৫ আগস্ট আমাদের সবার কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমানত স্বরূপ। আমৃত্যু সেই পরম আমানতের খেয়ানত না করার প্রতিজ্ঞাই আমাদেরকে কাঙ্ক্ষিত বাংলাদেশ এনে দিতে পারে: সারজিস

নিউজ সোর্স

যার যতটুকু সামর্থ্য, সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে, আক্ষেপ সারজিসের

যার যতটুকু সামর্থ্য, সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে— এ কথা বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।