জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞরা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত চোখের রোগীদের চিকিৎসা দেবেন সিঙ্গাপুর থেকে চক্ষু বিশেষজ্ঞরা। আগামী এক ও দুই ফেব্রুয়ারি ঢাকায় এই সেবা দেবেন তারা। চক্ষু বিশেষজ্ঞ দলে রয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটালের রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জনরা।