Web Analytics

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সার‌মিন আহত ও শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব‌লে‌ছেন, শহিদের রক্তদানের বিনিময়ে নতুন বাংলাদেশ পে‌য়ে‌ছি। তা‌দের কখনই ভুলব না। শিক্ষার্থীদের প্রাণ যারা কে‌রে নিয়েছেন তা‌দেরকে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে- সে কথা অনে‌কেই ভু‌লে যাচ্ছেন। আমরা তা মনে করিয়ে দিচ্ছি। এই সময়ে তিনি আরো বলেন, যাদেরকে একবারও চোখে দেখবেন না তাদেরকে ভোট দেবেন না। তিনি অঙ্গীকার করেন, জাতীয় নাগরিক কমিটি সবসময় পাশে থাকবে।

Card image

নিউজ সোর্স

গণহত্যায় জড়িতদের বিচারের কথা অনেকেই ভুলে যাচ্ছেন: সামান্তা সার‌মিন

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সার‌মিন ব‌লে‌ছেন, শহিদের রক্তদানের বিনিময়ে নতুন বাংলাদেশ পে‌য়ে‌ছি। তা‌দের কখনই ভুলব না। শিক্ষার্থীদের প্রাণ যারা কে‌রে নিয়েছেন তা‌দেরকে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে- সে কথা অনে‌কেই ভু‌লে যাচ্ছেন। আমরা তা মনে করিয়ে দিচ্ছি।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।