Web Analytics

গোয়ালন্দে পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আসামিপক্ষের আইনজী‌বি অজ্ঞাতনামা আসামি দিয়ে কাউকে হয়রা‌নি না করতে প্রশাসনকে অনুরোধ জানান। গ্রেফতারকৃতরা হ‌লেন, শাফিন সরদার (১৯), এনামুল হক জনি (৩২), ছাত্রলীগ নেতা মাসুদ মৃধা (২৯), স্বেচ্ছাসেবক লীগের নেতা হিরু মৃধা (৪০), কাজী অপু (২৫) ও আলী মৃধা (২৯)। ওসি বলেন, ফুটেজ পর্যালোচনা করে শ‌নিবার দিবাগত রাতে পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় ৫ জন‌ এবং রোববার দুপুরে আরও একজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হ‌য়। অপরদিকে, এখন পর্যন্ত নুরাল পাগলের মাজার ভাঙচুর, অ‌গ্নিসং‌যো‌গ ও নিহতের ঘটনায় ‌কোন মামলা হয়নি।

Card image

নিউজ সোর্স

গোয়ালন্দে পু‌লিশের ওপর হামলার ঘটনায় আটক ৬ জনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

রাজবাড়ীর গোয়াল‌ন্দে পু‌লি‌শের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারকৃত ৬ জনের জামিন নামঞ্জুর ক‌রে কারাগারে পাঠা‌নোর নির্দেশ দি‌য়ে‌ছেন আদালত।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।