পঞ্চগড় সীমান্তে তিন বাংলাদেশী আটক
পঞ্চগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার পঞ্চগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আধারে তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় ২ হাজার ৩০০ রুপি ও বাংলাদেশি ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এ সময় দালাল চক্রের দুই সদস্য পালিয়ে যায়।
পঞ্চগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।