Web Analytics

দীর্ঘ ১৭ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বা‌র্ষিকী উপল‌ক্ষে বৃহস্পতিবার বিশেষ সে‌মিনার আয়োজন ক‌রেছে বিএন‌পি সম‌র্থিত ঢা‌বি শিক্ষক‌দের সংগঠন সাদা দল। জানা গেছে, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্ব সে‌মিনা‌রে প্রধান অতিথি থাক‌বেন বিএনপি নেতা অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন রুহুল কবির রিজভী। সে‌মিনা‌রে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

18 Jun 25 1NOJOR.COM

দীর্ঘ ১৭ বছর পর জিয়াউর রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিশেষ সে‌মিনার আয়োজন ক‌রেছে বিএন‌পি সম‌র্থিত ঢা‌বি শিক্ষকদের সংগঠন সাদা দল।

নিউজ সোর্স

১৭ বছর পর ঢাবিতে জিয়াউর রহমানকে নিয়ে সেমিনার

দীর্ঘ ১৭ বছর পর জিয়াউর রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেমিনার করা হবে। শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের ৪৪তম শাহাদাত বা‌র্ষিকী উপল‌ক্ষে বৃহস্পতিবার বি‌শেষ সে‌মিনার আ‌য়োজন ক‌রে‌ছে বিএন‌পি সম‌র্থিত ঢা‌বি শিক্ষক‌দের সংগঠন সাদা দল।