শরীয়তপুরের তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি আসনে প্রার্থিতা ঘোষণা করছে। বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মী ও জনগণের সামনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশ শরিয়তপুরের ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিভিন্ন সমাবেশ ও নেতাকর্মীদের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার এক কর্মী সম্মেলনে ৩টি আসনের প্রার্থী ঘোষণা করেন। শরীয়তপুরের তিনটি আসনের প্রার্থীরা হলেন: শরীয়তপুর-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার। শরীয়তপুর-২ আসনে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। শরীয়তপুর-৩ আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম। এই তিন প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন জনগণ, আশা করছেন দলটির নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনটি আসনে প্রার্থিতা ঘোষণা করছে। বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মী ও জনগণের সামনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।