উপসচিব দিদারুল ও সাবেক এমপি ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক (৩৮) ও জনৈক মোহাম্মাদ মোতাহার হোসেন। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে পৃথক চারটি আবেদন করে দুদক। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।
জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।