Web Analytics

ভারতের যোধপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় একটি উটের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কারের ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে বিশাল দেহী উটটি। এতে গাড়ির চালক রামসিংহ ও উট দু’জনই গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার ওপর এসে পড়ে উটটি, ফলে চালকের ব্রেক করার সুযোগ ছিল না। সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং উটটি প্রায় দুই ঘণ্টা গাড়ির ভেতরে আটকে থাকে। স্থানীয় লোকজন দ্রুত এসে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে প্রশাসন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় যন্ত্রপাতি ব্যবহার করে গাড়ির অংশ কেটে উটটিকেও উদ্ধার করা হয়। দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

18 Nov 25 1NOJOR.COM

যোধপুরে গাড়ির ছাদ ভেদ করে ঢুকে পড়া উটে গুরুতর আহত চালক ও প্রাণী

নিউজ সোর্স

গাড়ির ছাদ ভেঙে করে ভেতরে ঢুকে পড়ল উট, আহত ২

ভারতের যোধপুর শহরে একটি মারাত্মক দুর্ঘটনায় উটের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কারের ছাদ ভেঙে ভেতরে ঢুকে যায় বিশাল দেহী উটটি। এতে উট ও গাড়ির চালক দু’জনই গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়—উটটির মাথা ও শরীরের সামনের অং

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।