শহিদ লাবলু মিয়ার বাড়িতে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
মঙ্গলবার গণঅভ্যুত্থানে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। লাবলু মিয়ার স্ত্রী নুর নাহার, মা লাইলী বেগম, কন্যা লাইজু খাতুন, লিজা খাতুন ও পুত্র নুর হাবিব উপস্থিত ছিলেন। আখতার হোসেন তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ছেলে মেয়েদের শিক্ষার বিষয়ে জানতে চান। এ সময় শহীদ লাবলু স্ত্রী নুর নাহার ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, একটি কর্ম ও সরকারি ভাবে পাকা বাড়ি করে দেওয়ার দাবি জানান। আখতার হোসেন তাদের কাছে সব কিছু শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। উল্লেখ্য, সরকারি ওয়াপদা বাঁধের উপর নির্মিত টিনের ছাপড়া বাড়িতে শহিদ লাবলু মিয়ার পরিবার বসবাস করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।