Web Analytics

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’এক সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও বাবুনগরী বলেন, ‘আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।' আরও বলেন, ‘জামায়াত দেশের বৃহত্তর দল নয়; বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল।'

05 Aug 25 1NOJOR.COM

জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়: হেফাজত আমির

নিউজ সোর্স

জামায়াতের কড়া সমালোচনায় হেফাজত আমির

জামায়াতী ইসলামী বাংলাদেশকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’