Web Analytics

সম্প্রতি সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের ফেসবুক আইডিতে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে, হাসিনা বলছিলেন, এখন যেভাবে পারবেন সোজা গুলি করবেন। আর হেলিকপ্টার ...। জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? হাসিনা : সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। গোয়েন্দা কর্মকর্তা : হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে। হাসিনা : না ওটা বলা হয়নি, র‌্যাব ডিজিএফআই সবাইকে বলা হয়েছে, যে যেখান থেকে যেকটা পারবে ধরে ফেলবে। গোয়েন্দা কর্মকর্তা : জি। হাসিনা : ওটা বলা আছে, আর যেখানেই গ্যাদারিং দেখবেন সেখানেই উপর থেকে এখন ওপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায়। গোয়েন্দা কর্মকর্তা : মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা ...। হাসিনা : মোহাম্মদপুর থানার দিকে? গোয়েন্দা কর্মকর্তা : হ্যা। হাসিনা : তো ওখানে পাঠিয়ে দিক র‌্যাবরে। গোয়েন্দা কর্মকর্তা : জি, আপনার নির্দেশনা লাগবে। হাসিনা : আমার নির্দেশনা দেয়া আছে, এখন ওপেন নির্দেশনা দিছি। লেথাল ওয়েপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। গোয়েন্দা কর্মকর্তা : জি।

Card image

নিউজ সোর্স

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথপোকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।