একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
যশোরের কেশবপুরে খ্রিস্টান মিশনারিতে এক আদিবাসী ছাত্রীর লাশ পাওয়ার ঘটনায় মঙ্গলবার বৈষম্যবিরোধীরা মিশনারি অফিস ঘেরাও করে। তাদের দাবি ওই মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে রাজেরং ত্রিপুরাকে (১৫) ঘরের গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মিশনারির একটি আবাসিক কক্ষ থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, কেশবপুর সাহাপাড়ায় খ্রিস্টান আউটরিস্ট সেন্ট্রাল ফাউন্ডেশন অব বাংলাদেশ প্রকল্পের অধীনে ৪৪ জন আদিবাসী কিশোরীরা থাকেন। তারা সেখানে থেকে লেখাপড়া করেন। রাজেরংও শিক্ষার্থী ছিলেন। মিশনারি অফিসের দাবি, জোর করে পরিবার পড়তে দেওয়াতে আত্মহত্যা করেছে, পরিবার বলেছে মৃত্যুর চারদিনেও তাদেরকে এ সম্পর্কে খবর দেওয়া হয়নি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।