এদিকে নারী ফুটবলাররা ও বাফুফে দুপক্ষই এই অনুষ্ঠানের জন্য থমকে আছে । নারী ফুটবলাররা শৃঙ্খলা ভেঙেছেন, এই অভিযোগ এনেছে বাফুফে গঠিত তদন্ত কমিটি। কিন্তু বাফুফে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। কারণ প্রধান উপদেষ্টাকে যদি নারী ফুটবলাররা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তাহলে চাপে পড়ে যাবে বাফুফে। আবার ফুটবলাররা ক্যাম্প ছেড়ে যেতে পারছেন না এই পুরস্কারের জন্য। সব মিলিয়ে দুপক্ষই আটকে আছে একুশে পদককে সামনে রেখে। ধারণা করা হচ্ছে চারজন ফুটবলারের বিরুদ্ধে শাস্তি আসতে পারে, ফুটবলাররাও বাফুফের বিরুদ্ধে সমালোচনা করে অবস্থান নিতে পারেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।