সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সিলেটের পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির দায়ে কোম্পানীগঞ্জের ১৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- ২ জন এসআই, ২ জন এএসআই ও ৯ কনস্টেবল। তাদের সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। কোম্পানীগঞ্জে স্থানীয়দের পাথর উত্তোলনের পর পাথরবাহী গাড়ি আটকে চাঁদা চাওয়ার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।