শিবচরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে ছুরি, চাকু উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, রোববার ভোরে পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাম-পরিচয় জানতে চান। কথাবার্তায় সন্দেহ আরও বেড়ে গেলে তারা হঠাৎ ছুরি বের করে আঘাতের চেষ্টা করে। এরপর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।