যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন, আহত আরও দুজন। নিহতরা হলেন- নাজমা খাতুন (৫০), হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন। ওসি বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরও দুজন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।