Web Analytics

রোববার ঢামেক হাসপাতালে জন্ম নেয়া যমজ ৬ শিশুর মধ্যে আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে। এদিন সকাল ৯টার দিকে মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ছয় সন্তানের জন্ম দেন। জানা যায়, ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছিল। এর আগে, সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে তিনি একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। এটি আসলে পূর্ণাঙ্গ ‘বেবি’ নয়, বরং ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন। আরও বলেন, শিশুদের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ৮০০ গ্রাম। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাগ্য সহায় থাকলে সবাই সুস্থভাবে বেঁচে থাকবে। টিকে থাকা অনেক সময় কঠিন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।