গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান বলেন, কোটা আন্দোলনের মূল নায়ক গণঅধিকার পরিষদের ভিপি নুর। সে সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় আমাদের তথা তার মতের বিরোধী দলের নেতাকর্মীরা ঘুম, খুন, নির্যাতন ও জেল-জুলমের শিকার হয়েছেন। খুনি হাসিনার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের দাবি করছি। তিনি বলেন, সরকার নির্বাচনের যে সময়টির কথা জানিয়েছেন সেটি প্রাকৃতিক দুর্যোগ, গরম, পাবলিক পরীক্ষার সময়। এ সময়ে জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উপযুক্ত সময়। আরও বলেন, স্বৈরাচার পতনের দীর্ঘ কয়েক মাস পার হলেও দেশে মব বন্ধ হয়নি। সিএনজি-বাস-ট্রাক স্ট্যান্ড ইত্যাদি স্থানে চাঁদাবাজি, দখলবাজি বেড়ে গেছে। শাকিল এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান!