Web Analytics

বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ইসরাইল-ভারত বিরোধী সমাবেশে হেফাজতের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ জাতীয় বিপ্লবী পরিষদের। দলটি বলছে, বিসমিল্লাহ ও আল্লাহু আকবার লিখিত ব্যানার ছিনিয়ে নিয়ে হেফাজত কর্মীরা তাতে জুতা পেটা করেন, হ্যান্ডমাইক কেড়ে নেওয়া হয়, নেতাকর্মীদের গায়ে হাত তোলে ও দুজনের মোবাইলও নিয়ে যায়। এ নিয়ে পল্টন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালীব ইহসান। হেফাজতে ইসলামের পল্টন জোনের সেক্রেটারি ইমরানুল বারী সিরাজী বলেন, আমাদের কর্মীরা একটু ঝামেলা করেছিল। এ ঘটনায় কর্মীদের সতর্ক করা হয়েছে এবং বিপ্লবী পরিষদের সঙ্গে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।