ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার ভোরে এ নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল তীব্র কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে। দুর্ঘটনার আশঙ্কায় ভোর ৫টা ৪০ মিনিট থেকে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া প্রান্তে ছয়টা ফেরি নোঙর করে রাখা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।