Web Analytics

গাজীপুর পোড়াবাড়ী এলাকায় ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে কোমরে দড়ি বেঁধে থানায় আটকের ঘটনাটি ভাইরাল হয়। কিন্তু প্রকৃত বিষয়টি তদন্তে মিথ্যা প্রমাণিত হলে রোববার রাতেই ছেড়ে দেওয়া হয় তাদের। প্রকৃত ঘটনা হলো আটক হওয়া এবং ওই এনজিওর সাবেক ফিল্ড অফিসার মো. শাহীন মিয়ার রক্ষিত ১০ লাখ টাকার চেক আদায়ের ঘটনা। রাত সাড়ে ১০টার দিকে এক লিখিত আপসনামায় বাদী তা নিজেই স্বীকার করেছেন। সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে জানা যায়, বিষয়টি ছিল এনজিওকর্মী শাহিন মিয়ার চাকরির সময় রক্ষিত চেক সংক্রান্ত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।