Web Analytics

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি প্রশাসন। এই বহিষ্কারের তালিকায় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার নাম রয়েছে। ৮২ নম্বরে ইব্রাহিম সানিমের নাম রয়েছে, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রলীগের সহসভাপতি। আর তালিকায় ১২১ নম্বরে থাকা মাহমুদুল হাসান আকাশ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগের মার্কেটিং বিভাগের সভাপতি। জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এ বিষয়ে আমরা এখনো অবহিত না। যদি ঢাবি কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কিছু জানায় নিশ্চয় আমরা তখন জানব এবং ব্যবস্থা নিতে পারব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।