Web Analytics

আকুর (Asian Clearing Union) আমদানি বিল বাবদ ২০১ কোটি ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। ৮ জুলাই পরিশোধের পর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৫৩ বিলিয়ন ডলারে এবং নিট রিজার্ভ কমে ২৪.৪৬ বিলিয়নে এসেছে। বিল পরিশোধের আগে নিট রিজার্ভ ছিল ২৬ বিলিয়নের বেশি। মে-জুন মাসের আমদানি দায় মেটাতেই এই পতন ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।