Web Analytics

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার কাসুওয়ান-দাজি গ্রামের কাছে একটি জঙ্গল থেকে সশস্ত্র হামলাকারীরা বেরিয়ে এসে স্থানীয় বাজারে আগুন ধরিয়ে দেয় এবং দোকানপাট লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা গ্রামবাসীদের জড়ো করে নির্বিচারে গুলি চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় অনেক মানুষকে অপহরণও করা হয়েছে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা আবদুল্লাহি রোফিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, গ্রামবাসীদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, এলাকাবাসী আতঙ্কে লুকিয়ে আছে এবং কথা বলতে ভয় পাচ্ছে। নাইজার প্রদেশের পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, আহতদের সহায়তায় জরুরি দল পাঠানো হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটি এসব সশস্ত্র গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করেছে এবং মুক্তিপণ প্রদান আইনত নিষিদ্ধ। তবে অভিযোগ রয়েছে, অনেক সময় এই নিয়ম উপেক্ষা করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।