Web Analytics

উত্তরায় মেহেবুল-ইপ্তি দম্পতির উপর রামদা দিয়ে হামলার ঘটনায় যুবলীগ কর্মী মেহেদী হাসান সাইফসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফ কিশোর গ্যাংয়ের প্রধানও। পুলিশ তুরাগ নদী থেকে হামলায় ব্যবহৃত রামদা দুটি উদ্ধার করেছে। সাইফ এবং তার সঙ্গীরা উত্তরা ৭ নম্বরে শব্দ ও রিকশাচালক নিপীড়নের প্রতিবাদ করায় দম্পতিকে কোপায়। সাইফ ও সঙ্গীদের গাজীপুরে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে চলছে। গ্রেফতার বাকিরা হলেন- মোবারক, রবি রায়, আলফাজ ও সজিব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।