Web Analytics

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজবাড়ীতে পদযাত্রা শেষে পথসভায় বলেছেন, তরুণ প্রজন্মকে আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ গঠনের দায়িত্ব নিতে হবে, যদিও মারাও যেতে পারে। আওয়ামী লীগকে আমরা লগি-বৈঠা হাতে দেখেছি, তাদেরকে পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, শাপলা হত্যাকাণ্ডে আলেমদেরকে পাখির মতো গুলি করতে দেখেছি। সুন্ধরা মিডিয়া ও সাংস্কৃতিক সংগঠনগুলোও তাদের সহায়তা করছে। হাসনাত বলেন, যারা নেতাদের হত্যা করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে কারণ নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টারা তাদের বিকল্প হয়ে উঠবেন। তিনি তরুণ সমাজ ও আলেমদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ নির্মূল না হলে দেশের স্বাধীনতা ফিরবে না। পথসভায় কেন্দ্রীয় নেতারা ও অন্যান্যরা বক্তব্য দেন এবং স্লোগান দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।