২০২৪–২৫ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদের আমদানি বেড়ে ৩২,২৯১ টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১,৮৪১ টন বেশি। ৫৪২.৫৪ কোটি টাকার এই আমদানির পেছনে ক্রমবর্ধমান চাহিদা মূল কারণ। এতে স্থানীয় বাজারে গুঁড়া হলুদের দাম কেজিতে ৩২০ টাকা থেকে কমে ২৮০ টাকায় নেমে এসেছে। সরবরাহ বাড়ায় এই দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কৃষি কর্মকর্তারা বাজারে স্থিতিশীলতা রাখতে অন্যান্য মসলার দামও নজরদারিতে রেখেছেন। আমদানি হওয়া হলুদ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।