Web Analytics

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী বিকেল ৫টার দিকে বিমানটি পৌঁছায়। অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয় এবং পরে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে প্রাথমিক আইনি প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

মার্কিন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, এফবিআই কর্মকর্তারা উড়োজাহাজের দরজার কাছে অবস্থান করছিলেন এবং মাদুরোকে নীল জ্যাকেট পরিহিত অবস্থায় নামানো হয়। তাকে ঘিরে ছিলেন এফবিআই ও ডিইএর সদস্যরা। প্রতিবেদনে বলা হয়েছে, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাকে হাজির করার প্রস্তুতি চলছে।

ব্রুকলিনের কারাগারটি উচ্চ প্রোফাইল বন্দীদের রাখার জন্য পরিচিত, যেখানে এর আগে আর কেলি, গিলেন ম্যাক্সওয়েল ও শন ‘ডিডি’ কম্বসকে রাখা হয়েছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।