Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে, তাহলে দুই বছরও টিকতে পারবে না। তিনি পুরান ঢাকায় পাথর মেরে ব্যবসায়ী হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। হাদী আরও বলেন, এখন মানুষ মার খাইতে খাইতে মার দেওয়া শিখে গেছে। আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন, সে আপনাকে তিনটা বাজে কথা বলবে। আপনারা যদি সংসদে বসেও দেশবিরোধী আইন করেন তাহলে মানুষ তাদের জীবনের জানমালের কথা না ভেবে সংসদে গিয়েও আপনাদের পেটাবে। আপনারা তখন ইংরেজিতে যতই মব বলেন না কেন, তখন তাদের ফেরাতে পারবেন না। তিনি বিএনপিকে জুলাই ঘোষণাপত্র ও সংবিধানের পক্ষে সোচ্চার হতে আহ্বান জানান, অন্যথায় তাদের অবস্থা মুসলিম লীগ ও আওয়ামী লীগের মতো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।