কবিরহাট উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে মোবাইল ফোনে বলেন, বাঁচতে চাইলে দ্রুত এক লাখ টাকা বিকাশ করো। শুক্রবার তার চাঁদা দাবির কথোপকথনের বেশ কিছু অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। সাকায়েত উল্যাকে ফোন দিয়ে নয়নকে বলেন, ‘আপনাকে চাকরি দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু গত ইউপি নির্বাচনে আপনি নৌকা মার্কার পক্ষে ভোট করেছেন, ডোনেশনও দিয়েছেন মঙ্গলবারের মধ্যে আমাকে এক লাখ টাকা দিবেন। না দিলে এটার পরিণাম কী হবে তা চিন্তাও করতে পারবেন না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।