Web Analytics

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিনের পরিবর্তে পাট, কাগজ ও কাপড় ব্যবহারের আহ্বান জানিয়েছেন। পরিবেশ মেলায় তিনি জানান, প্লাস্টিক দূষণ রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, যেমন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধকরণ, বন ও নদী পুনরুদ্ধার, এবং ইপিআর ও ৩আর নীতির বাস্তবায়ন। তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, টিকে থাকার প্রশ্ন, এবং সবাইকে সচেতন হয়ে অংশগ্রহণের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।