Web Analytics

জাবিতে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ অবজ্ঞার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ওই স্মৃতিস্তম্ভে ফুল না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জাবিতে সক্রিয় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভটি ইতোমধ্যে সরকারি স্বীকৃতি পেয়েছে। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এটিই হওয়া উচিত ছিল একমাত্র উপযুক্ত স্থান। অথচ ইচ্ছাকৃতভাবে কেউ কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, যা উদ্দেশমূলক ও বিভ্রান্তিকর বলেই প্রতীয়মান হয়। এসব বিষয় নিয়ে যদি আমরা সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত না হই, তবে আন্দোলনের মূল চেতনা ও অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, আমাদের শহীদ মিনারের স্ট্রাকচার আমাদের জাতীয় জীবনের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত নানা আন্দোলনকে নির্দেশ করে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শহীদ মিনারে স্মরণ করা সাংঘর্ষিক বলে আমরা মনে করছি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।