Web Analytics

জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে ভোট কেনা বা কেন্দ্র দখল সম্ভব নয় বলেই অনেকে তা চান না। ৫ আগস্টের পর জনগণ সংস্কার চায়, আর সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য। তিনি অভিযোগ করেন, যারা সংস্কারবিরোধী, তাদের খারাপ উদ্দেশ্য রয়েছে। আরও বলেন, আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন। কেন এমনটা মনে করছেন? আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন, নাকি দখল করবেন? নির্বাচনে দখলবাজি করতে দেবে না জনগণ। তিনি জানান, আগামীতে বাংলাদেশপন্থি ও সুশাসনপন্থিরাই জিতবে, জামায়াত চায় জনগণের জয় হোক। জামায়াত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরোধী বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।