Web Analytics

রাজশাহী শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র বাতিল করেছে, কারণ থানার হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। আসামি ট্রাংকের সিল ভেঙে ১৫টি প্রশ্নপত্র নষ্ট করেন। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আট জেলায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। বোর্ড চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।