আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলত সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ মুখরিত হয়েছে শিল্পকলা একাডেমি। সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান। পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করেছেন আহমেদ নূর আমেরি ও সহশিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।