Web Analytics

শ্যামনগরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে তিন জামায়াত কর্মীসহ ১১ জন আহত হয়েছেন। সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আক্তার ফারুক ও আজিজুল সরদার এই দুইপক্ষের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি আক্তার ফারুক পক্ষের কয়েক তরুণকে মাদকাসক্ত বলে দাবি করে আজিজুল সরদারের লোকজন। এ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় বিএনপি অফিসে তালা লাগিয়ে দেয় আজিজুল সরদারের লোকজন। এ সময় আক্তার ফারুক কিছু কর্মীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আক্তার ফারুক সমর্থকরা সংঘবদ্ধভাবে সন্ধ্যায় হামলা চালায় আজিজুল সরদারের লোকজনের উপর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।