Web Analytics

চীন ও নেদারল্যান্ডসের মধ্যে নেক্সপেরিয়া ইস্যু নিয়ে তৈরি হওয়া উত্তেজনা এএসএমএলের ব্যবসায় কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস্তফ ফুকেট। ডাচ এক টেলিভিশনকে তিনি বলেন, স্বল্পমেয়াদে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না এবং সংকটের কঠিন সময়ও পেরিয়ে গেছে। সম্প্রতি প্রযুক্তি হস্তান্তর নিয়ে উদ্বেগের কারণে নেদারল্যান্ডস সরকার চিপ নির্মাতা নেক্সপেরিয়ার নিয়ন্ত্রণ নেয়, যার ফলে ইউরোপীয় কার্যক্রম ও চীনা কারখানার মধ্যে অচলাবস্থা দেখা দেয়। এতে গাড়ি শিল্পের জন্য অপরিহার্য চিপ সরবরাহ ব্যাহত হয় এবং বৈশ্বিক গাড়ি নির্মাতারা চাপে পড়ে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদন ব্যাহত হতে পারে। ফুকেট বলেন, এমন সংবেদনশীল বিষয়ে আগেই আলোচনা করা উচিত ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে একটি ডাচ প্রতিনিধি দল চীন সফর করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।