Web Analytics

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা এই বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষায় সেরা ফলাফল প্রদর্শন করেছে। ৪২৭ পরীক্ষার্থী থেকে ২২৭ জন সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে এবং ৯৯.৭৭% পাশের হার নিশ্চিত করেছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ সাহেব প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ঢাকার দারুন্নাজাত আলিয়া ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে। অন্য স্থানীয় স্কুলগুলোর পারফরম্যান্স বিভিন্ন রকম ছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।