Web Analytics

চলতি অর্থবছরে অর্থাৎ আগামী জুনের মধ্যেই মুদ্রাস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে অন্তবর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার এক বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৈঠকে আলোচিত হয় ২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়েও। বিগত সরকার মূল্যস্ফীতির প্রকৃত চিত্র তুলে ধরতো না। বিগত অর্থমন্ত্রী প্রণীত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হলেও সরকার পতনের পর অস্থিরতা সৃষ্টি হওয়াতে লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করেছিলেন অর্থ উপদেষ্টা। বর্তমানে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশ। ২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৬.৮ শতাংশ, অন্তবর্তী সরকার করেছে ৫ দশমিক ২৫ শতাংশ। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৮০ হাজার কোটি থেকে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।