Web Analytics

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (১৯) জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৫) ছাড়াও দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে ভুক্তভোগীর হবু স্বামী মুন্না মিয়ার (২৭) সঙ্গে দুর্গাপুরে বেড়াতে আসে। সন্ধ্যা হয়ে গেলে তারা ওই রিসোর্টে এসে ২০১নং কক্ষে রাতযাপন করেন। পরদিন দুপুরে প্রয়োজনীয় কাজে মুন্না একটু বাহিরে গেলে এ সুযোগে মুন্নার বন্ধু দুর্জয় ওই কক্ষে এসে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। দুর্জয় ভুক্তভোগীর পূর্বপরিচিতি হওয়ায় কুশল বিনিময় করেন তারা। কথা বলার একপর্যায়ে ভুক্তভোগীকে শারীরিক আঘাত করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে দুর্জয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।