Web Analytics

পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফের (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) জন্য তৈরি করা ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম, পোশাক তৈরির ফরমায়েশ গ্রহণকারী গোলাম আজম ও নিয়াজ হায়দার। গত মার্চে ২ কোটি টাকার চুক্তিতে এই পোশাক তৈরির অর্ডার নেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। আর জব্দ করা হয়েছে ১৭ মে!

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।