পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ৯৫ জন বাংলাদেশি। তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করেছে নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে, দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।