Web Analytics

লিবিয়ার ত্রিপোলি থেকে অপহরণের ৪২ দিন পর দুই বাংলাদেশি আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিনকে পিবিআই উদ্ধার করেছে; অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে জনপ্রতি ২২ লাখ টাকা দাবি করেছিল এবং ভিকটিমদের প্রতি শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার তদন্তে প্রথমে রাজশাহী থেকে রাসেল হক ও পরে বাগেরহাট থেকে মিন্টু ফরাজী নামে দুজনকে গ্রেফতার করা হয়। ভিকটিমরা পরে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন ও ব্র্যাক মাইগ্রেশনের সহায়তায় বাংলাদেশ দূতাবাসের হেফাজতে আসেন। এরপর গত ৯ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিবিআই আলমগীরকে হেফাজতে নেয়। অপর ভিকটিম সিরাজকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।