Web Analytics

জুলাই ঐক্য প্ল্যাটফর্মের নেতারা বলছেন, সরকারকেই অবিলম্বে "জুলাই ঘোষণাপত্র ও সনদ" দিতে হবে—এখন কোনো ব্যক্তি বা দল তা দেওয়ার এখতিয়ার রাখে না। জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ কর্মসূচিতে বক্তারা জানান, ১১ মাসেও সরকার এই সনদ দিতে ব্যর্থ হয়েছে। তারা হুঁশিয়ারি দেন, সরকার ব্যর্থ হলে ছাত্র-জনতা তা আদায় করে নেবে। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, সাংবাদিকদের বিচারের দাবি এবং প্রশাসনে সংস্কারের দাবিও তোলা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।