Web Analytics

শহিদ জসিম হাওলাদারের কন্যা লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন। তার জানাজায় অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, এ ঘটনায় আমি বাকরুদ্ধ। একজন তরুণীকে, একজন বোনকে এভাবে হারানো কতটা মর্মান্তিক, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এমন যেন কখনো কোনো বোনের সঙ্গে না ঘটে, এমনটিই আমাদের প্রার্থনা। রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রশাসনকে আরও কাঠিন্য এবং দায়িত্বশীল হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।